উপজেলা প্রকৌশলীর কার্যালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (Local Government Engineering Department) স্থানীয় শাখা হিসেবে পল্লী ও শহর অঞ্চলের অবকাঠামো উন্নয়নসহ ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়নের মাধ্যমে পরিবেশ ও আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করে আসছে । ষাটের দশকের শুরুর দিকে পল্লী পূর্ত কর্মসূচী (RWP) , থানা সেচ কর্মসূচী (TIP) এবং থানা প্রশিক্ষন ও উন্নয়ন কেন্দ্র ( TTDC) এর কার্যক্রম সমন্বয়ে পূর্ত কর্মসূচী (Works Programme) বাস্তবায়নের মাধ্যমে এলজিইডি’র যাত্রা শুরু হয় । সত্তর দশকে এ কার্য্যক্রম পরিচালনার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালরে অধীনে একটি সেল গঠন করা হয় । পূর্ত কর্মসূচীর পরিচালনার জন্য ১৯৮২ সালে উক্ত মন্ত্রনালয়ের একটি (Works Programme Wing) সৃষ্টি করা হয় । পরবর্তীকালে ১৯৮৪ সালে এটি এলজিইবি (Local Government Engineering Bureau) হিসেবে রপান্তরিত হয় এবং ১৯৯২ সালে (LGED) হিসেবে উন্নতি হয় ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS